মো.মহসিন রেজা,শরীয়তপুর◊◊
নানান আয়োজনের মধ্যে দিয়ে শরীয়তপুরে পালিত হলো বাংলাদেশের স্বাধীনতা পাওয়ার ৫১ বছরে পদার্পনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২২।
বিজয় দিবস রাষ্ট্রীয় মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জেলাপ্রশাসন, শরীয়তপুরের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহিদ মিনারে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।এরপর শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। এসময় সকল সরকারি ও বেসরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ সকল শ্রেণি, পেশার মানুষ পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন ও পায়রা উড়িয়ে বিশ্ব শান্তি কামনা করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।পরবর্তীতে বিভিন্ন বাহিনী ও স্কুল,কলেজের শিক্ষার্থীদের বর্ণাঢ্য কুচকাওয়াচ এবং শরীরচর্চা প্রদর্শনী উপভোগ করেন জেলা প্রশাসক প্রশাসক মোঃ পারভেজ হাসান ও পুলিশ সুপার মো. সাইফুল হক।