মো. মহসিন রেজা,শরীয়তপুর♦♦
বাংলাদেশে গত এক মাসেরও বেশি সময় ধরে চলা কোটা আন্দোলনে শরীয়তপুরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ না করে থাকলেও, আজ থেকে তারাও সম্পৃক্ত হলো।
কোটা আন্দোলনের কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচীতে যোগ দিয়েছে শরীয়তপুরের জেড এইচ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দিয়েছেন স্থানীয় বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা।
শনিবার ৩ আগষ্ট সকাল ১০টার দিকে জেলার নড়িয়া উপজেলার কার্তিকপুরে অবস্থিত জেড এইচ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আয়োজনে বিক্ষোভ মিছিল বের করে, বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয় এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে, বিশ্ববিদ্যালয়ের পাশের সড়কে অবস্থান করে বক্তব্য রাখেন কোটা আন্দোলনের জেলার নেতৃবৃন্দরা। বক্তেব্য তারা বলেন, গত মাসের বেশি সময় ধরে চলা কোটা আন্দোলন করতে এসে ছাত্র ছাত্রীসহ এপর্যন্ত অসংখ্য মানুষ শহীদ হয়েছেন, হাজার হাজার ছাত্র-ছাত্রী গ্রেপ্তার হয়েছে। এমনকি ঘরে বসে থেকেও মানুষ পুলিশের গুলি খেয়ে মরেছে। এদেশে একটা মানুষের জীবনের মূল্য নেই, এভাবে একটা রাষ্ট্র চালানো যায়না। তারা আরও দাবি করে বলেন, এখনো সময় আছে আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে সরকার প্রজ্ঞাপন জারি করুন,অন্যাথায় আগামীতে কোটা আন্দোলনে কেন্দ্র ঘোষিত যেকোনো কর্মসূচীতে আমরা যোগ দেবো। এতে অন্যেন্য স্কুল কলেজের শিক্ষার্থীরাও যোগদান করেন। পুলিশের বাঁধায় কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীরা জেড এইচ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকতে পারেনি।