মোঃ মহসিন রেজা,শরীয়তপুর◊◊
শরীয়তপুর সদর উপজেলার কানার বাজার এলাকায় আগামীকাল ২২ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে তিন দিন ব্যাপী শুরু হচ্ছে জেলা ইজতেমা।
জেলার পালং, গোসাইরহাট, নড়িয়া, ভেদরগঞ্জ, ডামুড্যা, জাজিরা এই ৬টি উপজেলার লাখো ধর্মপ্রাণ মুসলমানদের নিয়ে এবারের জেলা ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইজতেমা মাঠে ৬ উপজেলা থেকে আসা অতিথিদের জন্য আলাদা আলাদা করে থাকা-খাওয়া, গোসলখানা, টয়লেটসহ সকল ব্যবস্থা সম্পুর্ন করা হয়েছে বলে জানান ইজতেমা পরিচালনা কমিটি।
এছাড়া ইজতেমা কমিটির সেচ্ছাসেবকদের পাশাপাশি পালং মডেল থানার আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর থাকবে বলে জানান পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকতার হোসেন।
২২-২৪ ডিসেম্বর শুরু হওয় জেলা ইজতেমায় সহযোগিতার বিষয়ে কানার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাজ্জাদ হোসেন লাবলু বলেন আমরা কানার বাজারের সকল বয়বসায়ীসহ স্থানীয়রা এই ইজতেমায় সার্বিক সহযোগিতা করবো।