মো.মানিক মিয়া,লৌহজং:
মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্য বিবাহমুক্ত সমাজ গড়ার লক্ষে জনসচেতনতা মূলক উঠান বৈঠকের আয়োজন করা হয়। উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের খেতের পাড়া বাসস্ট্যান্ড আওয়ামীলীগ কার্যালয়ের সামনে রোববার বিকেল সাড়ে ৫টায় লৌহজং থানার উদ্যোগে এ বৈঠক করা হয়।
খিদিরপাড়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, লৌহজং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি ছিলেন, লৌহজং থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হাফিজুর রহমান মানিক, বিক্রমপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল, সমাজ সেবক রাজু করিম মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন।
উঠান বৈঠকে অরোও বক্তব্য রাখেন, খিদিরপাড়া ইউপি সদস্য মো. মোয়াজ্জেম হোসেন, মো. শরীফ উদ্দিন বাবু বেপারী, মো. সামসুল হক, যুবলীগ নেতা মো. মাকসুদ শেখ প্রমুখ।