স্টাফ রিপোর্টারঃ
গতকাল শনিবার দোসরা মার্চ ২৪ সাল লেখক সংসদ রংপুরের ৮৩০তম সাপ্তাহিক সাহিত্য আসর চলমান বইমেলায় আয়োজিত মঞ্চে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি আবুল কাশেম মাস্টারের সভাপতিত্বে সংগঠনের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আহসান হাবিব রবু’র সঞ্চালনায় উক্ত সাহিত্য আসরে শুরুতে সংগঠনের সাধারণ সম্পাদক এম এ ফাত্তাহ পবিত্র কোরআন তেলাওয়াত করেন।
স্বরচিত কবিতা পাঠ করেন, সংগঠনের সাধারণ সম্পাদক এম এ ফাত্তাহ,সংগঠনের সহ-সভাপতি (অবসরপ্রাপ্ত) অধ্যাপক মো. শহিদুল ইসলাম,সংগঠনের সাংগঠনিক সম্পাদক কবি ও সংগঠক অধ্যাপক আহসান হাবিব রবু,সংগঠনের উপদেষ্টা এস এম আব্দুর রহিম,সংগঠনের সাহিত্য সম্পাদক সাংবাদিক চঞ্চল মাহমুদ,সুফি জাহিদ হোসেন,এ কে এম এহসানুল কবির,মো. নুরুল ইসলাম সরদার মো. ওয়াজিহ তাওসিফ নিহান মো. ওয়াসিফ তাহমিদ নির্জন,ইনসাফের নির্বাহী পরিচালক সংগঠনের সদস্য নজরুল ইসলাম,কবি লেখক ও সংগঠনের অর্থ সম্পাদক মো. অহিদুল ইসলাম,সংগঠন উপদেষ্টা এহসানুল কবির,প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের অন্যতম সদস্য বহুমাত্রিক লেখক সংগঠক মোহাম্মদ আজহারুল ইসলাম আল আজাদ,এটিএন বাংলার রংপুর প্রতিনিধি মো. মাহবুবুল ইসলাম ও সংগঠনের উপদেষ্টা ডাঃ শফিউল হক।
বক্তব্য প্রদান করেন,সংগঠনের সভাপতি ও বহু গ্রন্থের প্রণেতা আবুল কাসেম মাস্টার, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক চঞ্চল মাহমুদ,ডাসের নির্বাহী পরিচালক মো. চাঁদ মিয়া।সংগীত পরিবেশন করেন মুসাম্মাৎ রওশনারা সোহেলী।
উল্লেখ্য, প্রতি শনিবার সংগঠনের নির্ধারিত সময়ে সংগঠনের নির্ধারিত স্থানে লেখক সংসদ রংপুরের সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়ে থাকে।