রাজবাড়ী প্রতিনিধি◊◊
ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতি বছরের ন্যায় পাশে দাঁড়াল বজলুর রশিদ মিলন মিঞার বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া-ফিরোজা বেগম ফাউন্ডেশন।
আজ (২০ জানুয়ারি) শনিবার বিকেল ৩ ঘটিকায় আলীপুর ইউনিয়নের বারবাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে শতাধিক কম্বল বিতরণ করেন জেলা পুলিশ সুপার ও বজলুর রশিদ মিলন।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশ্যে বজলুর রশিদ মিলন বলেন, আমার ইউনিয়নের সুখে দুখে সবসময় আমি পাশে আছি।বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য খাতা, কলম, ব্যাগ, বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করে আমি আপনাদের কষ্টগুলো ভাগাভাগি করে নিতে চাই।দোয়া করবেন এভাবেই যেন আপনাদের পাশে সারাটা জীবন থাকতে পারি।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ বলেন, বজলুর রশিদ মিলন ভাই মানুষের জন্য যা করছেন তা অত্যন্ত ভালো কাজ।মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। কোনো অপরাধমূলক কর্মকাণ্ড কারও চোখে পড়লে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করে বক্তব্য শেষ করেন পুলিশ সুপার মহোদয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জনাব মোঃ রাকিবুল ইসলাম পিয়াল, চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) ,
উপজেলা পরিষদ। জনাব মোঃসাইফুল ইসলাম সোহাগ, উপ দপ্তর সম্পাদক, রাজবাড়ি জেলা আওয়ামী লীগ।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া- ফিরোজা বেগম ফাউন্ডেশনের সভাপতি ফারুক হোসেন, শিক্ষক, বারবাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।