লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাটের কালীগঞ্জে মুসলিম এইড ইউকে’র অর্থায়নে প্রফিট ফাউন্ডেশনের বাস্তবায়নে রামাদান প্যাকেজ পেল ১০০ টি পরিবার। রবিবার (৩ এপ্রিল) সকালে স্বাস্থ্যবিধি মেনে উপজেলার দলগ্রাম দাখিল মাদ্রাসা মাঠে লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর প্রধান অতিথি থেকে দরিদ্র,অসহায়, সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে রমাদান প্যাকেজ বিতরণ করেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ইসরাত জাহান ছনি।
উপস্থিত ছিলেন দলগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, মুসলিম এইড ইউকের কো-অডিনেটর খন্দকার আব্দুল কাদের রাজু, পিএফ এর নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ, মুসলিম এইড ইউকের সিনিয়র অফিসার মোঃ শাহ অলিউল্লাহ, দলগ্রাম দাখিল মাদ্রাসার সুপার, মোঃ নুরুল ইসলাম প্রমুখ।
প্যাকেজে ছিল- চাল ২০ কেজি, আলু ৫ কেজি, ভোজ্যতেল সোয়াবিন ২কেজি, মসুরের ডাল ২কেজি, পেঁয়াজ ২ কেজি, লবন ১কেজি, খেজুর২ কেজি, মুড়ি ২ কেজি, ছোলা ২ কেজি, চিড়া ২কেজি, সেমাই ২ প্যাক, নোডুলস ২প্যাক, চিনি কেজি ১ প্যাকেট, গুঁড়ো দুধ হাফ কেজি ।
রমাদান ফুট প্যাকেজ পেয়ে উপকারভোগীরা খুশি এবং রমজান ভালোভাবে দিতে পারবেন বলে অনেকেই আত্মপ্রকাশ করেন। তারা আরো বলেন যে, দাতাসংস্থা মুসলিম এইড ইউকে আমাদেরকে রামাদান মাসে ইফতারের জন্য কিছু খাদ্য সামগ্রী আমাদের হাতে তুলে দিয়েছে সেই সংস্থাকে ভালো রাখুক ও দোয়া করেন।