প্রকাশ সরকার সুমন♦♦
লক্ষ্মীপুর বন্যায় কবলিত ৬ শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও ঔষধ বিতরণ করা হয়েছে।
এসএসসি ১৯৯৫ ব্যাচ ঢাকা জোনের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে সোমবার দিনব্যাপী লক্ষ্মীপুরের প্রত্যন্ত অঞ্চলের ৬ শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী ও ঔষধ বিতরণ করা হয়।
গ্রুপের এডমিন প্যানেলের সদস্য মোহাম্মদ রিপন মাহমুদ বলেন, দেশের বেশ কয়েকটি জেলায় লাখো লাখো মানুষ বন্যায় কবলিত। বন্যার পানিতে রাস্তাঘাট বাড়িঘর সব তলিয়ে গেছে। বন্যা দুর্গত মানুষেরা অনেক কষ্টের মধ্যে দিন যাপন করছেন। তাদের দুঃখ কষ্ট দেখে চোখের পানি ধরে রাখা সম্ভব হচ্ছিল না।
তিনি আরো বলেন, ছাত্র সমাজ সহ দেশের রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, ধর্মীয় সংগঠন, স্বেচ্ছাসেবী ও সেবা মূলক সংগঠনগুলো বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে সার্বক্ষণিক কাজ করছেন।
আমরা এসএসসি ১৯৯৫ ব্যাচ ঢাকা জোনের প্রাক্তন শিক্ষার্থীরা লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকার ৬ শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার ও ঔষধ বিতরণ করেছি। গ্রুপ উপদেষ্টা এডমিন মডারেটর এর সার্বিক সহযোগিতায় আমরা আগামী দিনগুলোতে ও আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করছি।
খাদ্য বিতরণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ মিরাজ হোসেন, জহিরুল ইসলাম লিখন, আনোয়ার হোসেন, আলমগীর, মনিরুজ্জামান মানিকসহ অন্যরা।