নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বিশেষ নির্দেশনার প্রেক্ষিতে কম্বল ও খাবার সামগ্রী বিতরণ করা হয়। আজ (২৬ ডিসেম্বর) বেলা ১২ টায় লক্ষীপুর জেলা শাকচর সরকারি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন, মানুষের মাঝে কম্বল ও শুকনো খাবার বিতরণ করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।
লক্ষীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বেলায়েত হোসেন বেলাল ও সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি ফারুক আমজাদ খান, উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম, উপ ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মূর্তুজা হায়দার শরীফ, কার্যনির্বাহী সদস্য আবু জাফর, রফিকুল হায়দার ভূঁইয়া, জাতীয় পরিষদ সদস্য অ্যাড. শরীফ উদ্দিন, ফয়েজ উদ্দিন ইমন, শাকচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহফুজ মাষ্টার প্রমূখ।