নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
র্যাব-১১’র অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।গত মঙ্গলবার (২ নভেম্বর) ভোর ৬টা ৪৫ মিনিটের সময় র্যাব-১১’র বন্দর থানাধীন পূর্ব ফুলহড় অভিযান পরিচালনা কালে বিপুল পরিমাণ মাদকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ হেমায়েত উদ্দিন (৪৫), পিতা- মৃত আজাহার আলী, সাং- মানিককাটি, থানা- উজিরপুর, জেলা- বরিশাল, এ/পি- সাং- আহাম্মেদ নগর, পাইকপাড়া, মিরপুর-১, ঢাকা এবং মোঃ সবুজ (২৮), পিতা- মৃত আবুল কালাম, সাং- কাংশী, থানা- উজিরপুর, জেলা- বরিশাল কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ইয়াবা ট্যাবলেট ৮৯০ পিস উদ্ধার করা হয়।
অনুসন্ধানে, আটককৃত মাদক ব্যবসার সাথে জড়িত আসামীদ্বয় নারায়ণগঞ্জ-ঢাকা ও কুমিল্লাসহ আশপাশের এলাকায় মাদক দ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
এবিষয়ে র্যাব-১১’র এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু জানান, আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।