সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ )প্রতিনিধিঃ
র্যাব-১১’র অভিযানে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন টান বাজার কাছে অভিযান করে গাঁজা ও বাংলা মদ উদ্ধার করা হয়।গত (১৭ জুন) রাত ৮ ঘটিকায় সময় জনৈক নাহিদ দাস (৪০) এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪৭ লিটার দেশীয় বাংলা মদ, ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ৯ হাজার ১শত একাশি টাকা উদ্ধার করা হয় এবং ০৩ জন মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো বিকি চন্দ্র দাস (৩০) শ্রী হিরা (২৫) শ্রী নাথ (২৫) তারা নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন টান বাজার সিটি কলোনী এলাকার বাসিন্দা। মোঃ জসিম উদ্দীন চৌধুরী (পিপিএম) অতিরিক্ত পুলিশ সুপার জানান, তারা দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ শহর হতে নিষিদ্ধ মাদকদ্রব্য দেশীয় বাংলা মদ ও গাঁজা ক্রয় করে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছিল। র্যাব-১১, সিপিএসসি’র একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন টান বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত মাদক ব্যবসায়ীদেরকে আটক সহ ৪৭ লিটার দেশীয় বাংলা মদ ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়ের টাকা জব্দ করা হয়। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের এলাকায় নিষিদ্ধ মাদকদ্রব্য দেশীয় বাংলা মদ ও গাঁজা বিক্রয় ও সরবরাহ করে আসছিল। আসামীদেরকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আইনানুগ কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়েছে।