সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
সিদ্ধিরগঞ্জে র্যাব-১১’র অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।গত বুধবার (১৪ জুলাই) ৯ টা ৪৫ মিনিটের সময় গোদনাইল সাকিনস্থ এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ রুবেল হোসেন (৩০)’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ৯০ পিস ইয়াবা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত মোবাইল ফোন ২টি উদ্ধার করা হয়েছে।
জানা যায়, আটকৃত মাদক ব্যবসার সাথে জড়িত আসামী নারায়ণগঞ্জ-ঢাকা এর আশপাশের এলাকায় কিছুদিন যাবত মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদক ব্যবসা তার এক মাত্র পেশা। মাদকের ভয়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
এবিষয়ে র্যাব-১১’র লেঃ কমাঃ মাহমুদুল হাসান জানান, অভিযুক্ত মাদক ব্যবসায়ী আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।