নিজস্ব প্রতিবেদকঃ
গত ৬ অক্টোবর বুধবার বিকালে গণতান্ত্রিক বাম ঐক্য’র অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্য’র সমন্বয়ক ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিবি) এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান। উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম, সোস্যাল ডেমোক্রেটিক পার্টি (ঝউচ)’র আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ চাল, রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যার প্রতিবাদ জানান এবং দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান। আগামী ১২ অক্টোবর ২০২১ মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে রোহিঙ্গা নেতা হত্যার প্রতিবাদে ‘প্রতিবাদ সমাবেশ’ করার ঘোষণা দেন।
নেতৃবৃন্দ সভায় আগামী ২১ অক্টোবর গণতান্ত্রিক বাম ঐক্যের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংবাদ সম্মেলনের ঘোষনা দেন। সংবাদ সম্মেলনে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতির সামনে নিজেদের মতামত তুলে ধরবেন জোট নেতৃবৃন্দ।