রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা পুরান বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল (৭ এপ্রিল) বুধবার রাত ১টার সময় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় আগুনে ২টি জুতার দোকান, ১ টি লেপ-তোশোক ও ১টি কসমেটিকসের দোকান পুড়ে ছাই হয়ে যায়।
প্রাথমিক ভাবে জানাযায়, বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে ।পরে খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ দেড় ঘণ্টার প্রচেষ্টায় রাত আড়াইটার সময় আগুন নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী দোকান মালিকরা জানান, এ অগ্নিকান্ডে তাদের ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ১৬ লক্ষ টাকা। এতে তারা বড় বিপদের মুখে পরেছে। অপরদিকে সরকারের নির্দেশনা অনুযায়ি সারাদেশে সাত দিনের লকডাউন চলছে যার কারণে বন্ধ রয়েছে তাদের ব্যবসা। এ অগ্নিকান্ডে ঘটে যাওয়া ক্ষয়-ক্ষতির কারণে দোকানের মালিকরা পরছে বিশাল ভোগান্তিতে।