রুপগঞ্জ প্রতিনিধিঃ
রূপগঞ্জে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন র্যাব। গতকাল মঙ্গলবার (১৫ জুন) সকাল ১১ টা ৫০মিনিটে বটেরচারা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ২ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলোঃ মোঃ বাদল ভূইয়া (৩৮) ও মোঃ শাওন মোল্লা (৩২)।
উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে নিষিদ্ধ মাদকদ্রব্য ১ কেজি গাঁজা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ২টি মোবাইল উদ্ধার করা হয়।
অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ বাদল ভ‚ঁইয়া (৩৮) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন আদুরিয়া কেশরাবো এলাকার মৃত দিলু ভূইয়ার ছেলে এবং অপর আসামী মোঃ শাওন মোল্লা (৩২) একই থানার মাহনা এলাকার মোঃ আব্দুল হক মোল্লার ছেলে। আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে।
আসামীরা জিজ্ঞাসাবাদে বলেন, পরষ্পর যোগসাজশে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলা হতে বিশেষ কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে এবং অভিনব কৌশলে পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে থাকে।
এবিষয়ে র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী(পিপিএম) বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।