রুপগঞ্জ প্রতিনিধিঃ
রূপগঞ্জে জ্বালানী তেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেন র্যাব-১১। গতকাল (১৭ জুন) বৃহস্পতিবার সকাল ৭ টা ৩৫ মিনিট ঘটিকার সময়। রূপগঞ্জ তারাব হাটিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১৪’শ লিটার চোরাই জ্বালানী তেলসহ দুই সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলোঃ মো: আরিফুর রহমান (৪০) ও মো: সজিব (৩২)। উক্ত অভিযানে ১টি পিকআপ জব্দ করা হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, রূপগঞ্জ থানাধীন তারাব হাটিপাড়া এলাকায় মহাসড়কে চলাচলরত পার্কিং করা যানবাহন হতে জ্বালানী তেল চুরি ও কেনাবেচার একাধিক চোরাই চক্র গড়ে উঠেছে। ঢাকা- চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলরত গাড়ীসমূহ রাস্তার পাশে পার্কিং করে গাড়ীর ড্রাইভার ও হেলপার ঘুমিয়ে থাকা অবস্থায় এই চোর চক্রের সক্রিয় সদস্যরা বিশেষ কায়দায় মোটর ফিটিং করা পিকআপ ভ্যান ব্যবহার করে অভিনব কৌশলে তেল চুরি করে।
এবিষয়ে র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দীন চৌধুরী(পিপিএম) বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।