রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আমলাবো এলাকায় দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে গতকাল ২৫ জুন শুক্রবার নজরুল ইসলামের (৩৪) দোকানে হামলা, ভাংচুর, লুটপাট ও ইজিবাইক ছিনতাই করে ইয়াছিন ও তার সন্ত্রাসী দল। ইয়াছিন ও তার সন্ত্রাসী দল নজরুল ইসলামের কাছে দশহাজার টাকা চাঁদা দাবি করে।
দাবিকৃত চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় ইয়াছিন ও বাবু সহ প্রায় ৭/৮ সদস্যের একদল সন্ত্রাসী রাম দা, ছুরি, চাপাতি, লোহার রড সহ দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে নজরুল মিয়ার দোকানে হামলা করে প্রায় ৮০ হাজার টাকার মালামাল লুট করে এবং দুটি ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায়।
নজরুল ইসলাম ও তার ভাই মন্টু মিয়া বাধা দিতে গেলে তাদেরকে এলোপাথারি পিটিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। পরে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে তাদের প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে নজরুল ইসলাম বাদী হয়ে ইয়াছিন (২৮), বাবু (২৫), পাঁচাইখা এলাকার মাসুদ (৩০) ও মেহেদী (২৫) সহ অজ্ঞাত ৩/৪ জনকে আসমী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, অভিযোগ পেয়েছি। সুুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।