নারায়ণগঞ্জ রূপগঞ্জে গাজী সেতু সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান। এ সময় সেতু এলাকায় ঘুরতে আসা লোকজনের মাঝে মাস্ক বিতরণ করেন তিনি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে করোনা সংক্রমন রোধে সর্বসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিত করার উদ্দেশ্যে অভিযান পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান। এ সময় করোনা সংক্রমন রোধে জনসাধারণকে মাস্ক ব্যবহারের নির্দেশনা দেন তিনি।
ইউএনও নুসরাত জাহান জানান, সম্প্রতি রূপগঞ্জ গাজী সেতু সংলগ্ন মাঠে ঈদ উপলক্ষে মেলা বসেছে। করোনা পরিস্থিতি মাথায় রেখে উপজেলা প্রশাসন গতকাল তা পন্ড করে দেয়। তার পরবর্তী পরিস্থিতি পরিদর্শন করার জন্য আজ পুনরায় উক্ত এলাকায় গেলে দেখা যায়, স্থানীয়রা সেখানে অবকাশ যাপনের জন্য ভিড় করেছে। এ সময় বেশ কয়েকজনের সঙ্গে মাস্ক না থাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের মাস্ক বিতরণ করে মাস্ক ব্যবহারে উৎসাহিত করা হয়।