আরিফুজ্জামান আরিফ,ঠাকুরগাঁও◊
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় “রুহিয়া রিপোর্টার্স ইউনিটি’র “(RRU) কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ৩ জনকে সাধারণ সদস্য করে ৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে রুহিয়া রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে এক সাংগঠনিক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
কার্যকরী পরিষদের সদস্যরা হলেন- সভাপতি আরিফুজ্জামান আরিফ (দৈনিক বিজনেস বাংলাদেশ) সাধারন সম্পাদক আল ফয়সাল অনিক (দৈনিক দেশবাংলা), সহ-সভাপতি আব্দুল কাদের জিলানী (দৈনিক আমার সংবাদ), সহ-সম্পাদক মোঃ আনোয়ার হোসেন (দৈনিক গণকণ্ঠ), অর্থ সম্পাদক আলাল হোসেন (আরজেএফ ভয়েস), তথ্য ও প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান আকাশ (আলোকিত সকাল), নির্বাহী সদস্য বিশাল রহমান (স্থানীয় সম্পাদক দৈনিক দেশ বাংলা), মামুন অর-রশীদ (দৈনিক বাংলাদেশ সংবাদ), আশরাফুল ইসলাম (দৈনিক সংবাদ সারাদেশ)।