মো:মুক্তার হোসেন,রাজশাহী:
রাজশাহীর দুর্গাপুরে উপজেলা শাহিনা বেগম (১৯) নামের এক নববধূর গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা
দেলুয়াবাড়ী ইউনিয়ন লক্ষিপুর গ্রামের রাজিবের স্ত্রী। আজ শুক্রবার বিকেলে। গত আগস্ট মাসের ৩ তারিখে তার বিয়ে হয়। তবে কি কারনে এই আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। গ্রামবাসী মনে করছে যে পারিবারিক কলহের জের অথবা প্রেম ঘটিত বিষয় নিয়ে আত্মহত্যার করতে পারে।
জানাগেছে, শুক্রবার বিকেলে নববধূ শাহিনা বেগম কাউকে কিছু না বলে ঘরের ভেতরে তীরের সাথে ওড়না পেঁচিয়ে গোলাই আত্মহত্যা করে। এসময় তার পরিবারের লোকজন দেখতে পেয়ে ঝুলন্ত ওড়না কেটে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আছে। এসময় তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য গত ৩ আগস্ট উপজেলার পানানগর গ্রামের শাহাদ আলীর মেয়ের সাথে পারিবারিক ভাবে একই উপজেলার লক্ষিপুর গ্রামের নূর ইসলামের ছেলের সাথে বিয়ে হয়।
দুর্গাপুর থানার (ওসি) খুরশিদা বানু কনার কাছে জানতে চাইলে তিনি বলেন, লাশ উদ্ধার করা হয়েছে, নিহতের স্বামী রাজিব ও শশুর পালাতক রয়েছে। বিষয়টি তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।