রাজবাড়ী প্রতিনিধি♦
রাজবাড়ী আওয়ামী লীগের অফিস কার্যালয় আড়ম্বরপূর্ণভাবে পালিত হয় বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন।
আজ (২৮ সেপ্টেম্বর) বুধবার রাজবাড়ী আওয়ামীলীগের অফিস কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের মাননীয় সংসদ সদস্য জিল্লুল হাকিম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের মাননীয় সংসদ সদস্য কাজী ইরাদত আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ এর নেতা কর্মী,মহিলা লীগ,যুবলীগ, যুব-মহিলা লীগ সহ অন্যন্য সহযোগী সংগঠন নেতা কর্মীরা।
এসময়ে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু বলেন, আমাদের দেশকে জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত করেছেন। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।২০৪১ সালে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করবেন ইনশাল্লাহ। দেশের প্রতিটি সেক্টরে তিনি উন্নয়ন সাধিত করেছেন।