রাকিবুল ইসলাম,রাজবাড়ী থেকে◊
রাজবাড়ী আলীপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এড.জাহাঙ্গীর কবির নানক পুত্র প্রয়াত সায়েমের মৃত্যুবার্ষিকী’তে মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ (৭ সেপ্টেম্বর) বুধবার সন্ধ্যা ৭ টায় রাজবাড়ী জেলার আলীপুর ইউনিয়নের কোমড়পাড়া জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসায় মরহম সায়েম-উর-রহমান-সায়েমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত করা হয়।
উক্ত দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব কাজী ইরাদত আলী।
আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, আলীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজলুর রশিদ মিঞা (মিলন)।
এসময় আরো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,আলীপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও স্থানীয় এলাকাবাসী প্রমূখ।