স্টাফ রিপোর্টার,গাইবান্ধা◊◊
রাজনীতি না করলেও শুধুমাত্র পারিবারিক শত্রুতা ও প্রতিহিংসার কারণে মিথ্যা সাজানো মামলায় জেল হাজতে আছেন ব্যবসায়ী হানিফ মাহমুদ প্রামাণিক কালো ওরফে কালু।
সরেজমিন তথ্যানুসন্ধানে, চট্টগ্রামের লোহাগড়া আধু নগর এলাকার বাসিন্দা জনৈক আব্দুল জব্বার মিয়ার পুত্র মো. হানিফ মাহমুদ প্রামানিক কালো ওরফে কালু (৪৪) দীর্ঘদিন যাবত গাজীপুরের টঙ্গী পূর্ব থানার অন্তর্গত পাগার, সালামের আটার কল এলাকায় ব্যবসা বাণিজ্য করে আসছেন। এরই সুবাদে তিনি অত্র এলাকায় স্থায়ীভাবে বসবাস সহ সিটি কর্পোরেশনের ৪৩ নং ওয়ার্ডের একজন ভোটারও বটে। তার ব্যবসা বাণিজ্য বাসা-বাড়ী সবকিছু টঙ্গী এলাকায়। একান্ত প্রয়োজন ছাড়া নিজ এলাকা চট্টগ্রামের লোহাগড়ায় কখনই যাওয়া হয়না। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে,সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হলে সারাদেশে আওয়ামীলীগ নেতাকর্মীদের নামে গুম,খুন হত্যা সহ বিভিন্ন মামলা ও গ্রেফতার অভিযান শুরু হয়।
এরই সুযোগে কিছু মামলাবাজ ও পুলিশের দালাল সারাদেশে নিরীহ ব্যবসায়ী ও টাকা পয়সা ওয়ালা লোকজনকে হয়রানি শুরু করে এবং তাদেরকে মামলার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। টাকা না দিলেই মিথ্যা মামলা দিয়ে করা হচ্ছে হয়রানি।
সম্প্রতি চট্টগ্রামের কোতোয়ালী থানায় বৈষম্য বিরোধী আন্দোলনে আহত জনৈক রমজান আলী নামের এক (রিকশা চালক) এর দায়েরকৃত একটি মামলায় (মামলা নং-০৪, তাং ০৪/০৮/২৪) ব্যবসায়ী হানিফ মাহমুদ এর নাম এজাহার ভুক্ত না থাকলেও শুধু মাত্র পারিবারিক ও শত্রুতাবশত প্রতিহিংসার কারনে কোতোয়ালী থানা পুলিশ’কে ম্যানেজ করে উক্ত মামলায় তাকে অভিযুক্ত করে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও চাঁনগাও থানায় একটি সি আর (মামলা নং-১১৫৯/২৪), রাঙ্গুনিয়া থানার সি আর (মাামলা নং-৪৪৬/২৪) এসব রাজনৈতিক মামলায় তাকে উদ্যেশ্যমূলক ভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। যা রীতিমত অবাক হওয়ার একটি বিষয়,তিনি টঙ্গী থাকা অবস্থায় কিভাবে চট্টগ্রামে তার নামে মামলা হয় এবং বিষয়টি কতটা আইন ও বিধি সম্মত হয়েছে, একটু ক্ষতিয়ে দেখলেই আসল রহস্য বেড়িয়ে আসবে বলে সচেতন অভিজ্ঞ মহল মনে করেন।
হানিফ মাহমুদ কখনই কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না কিন্তু দলীয় কোনো পদে থাকলেও তিনি বিএনপিকে ভালোবাসেন ও বিএনপির একনিষ্ঠ সমর্থক। অথচ বিএনপির সমর্থক হানিফ মাহমুদকে সামাজিকভাবে হেয় ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য তাকে ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হিসেবে মিথ্যা অপবাদ দিয়ে হয়রানি করার জন্য একটি পক্ষ উঠেপড়ে লেগেছে,যা উদ্দেশ্যে প্রণোদিত।
অনুসন্ধানে জানা গেছে, তার আপন ছোট ভগ্নীপতি জসিম উদ্দিন এর সাথে হানিফ মাহমুদের পারিবারিক মনোমালিন্য ও জমিজমা সংক্রান্ত বেশ কয়েকটি মামলা থানা ও আদালতে বিচারাধীন রয়েছে। আর এই কারনেই হানিফ মাহমুদকে সামাজিক ও অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত করতেই একের পর এক মিথ্যা অভিযোগ ও মামলা হামলা করে হয়রানি করা হচ্ছে।
ভুক্তভোগী হানিফ ও তার পরিবার জানান, আমাদের পরিবারের সদস্যরা কেমন, তা এলাকাবাসী ভালো বলতে পারবে, সুতরাং আমাদের বলতে হবে না। এবিষয়টি অভিজ্ঞ সচেতন মহল এবং শুভাকাঙ্ক্ষীরা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এসব মিথ্যা মামলা প্রত্যাহার পূর্বক, পুলিশের ঊর্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।