নিজস্ব প্রতিবেদক◊◊
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ ২০২২ শিরোনামে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের চলমান সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত করা হয়। গতকাল (১৯ নভেম্বর) সন্ধা ৬ টায় ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত ৬৯ নং ওয়ার্ডে আয়োজিত এ সভায় অংশ গ্রহণ করা হয়েছে।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তরুণ প্রজন্মের বিপ্লবী ও মেধাবী রাজনীতিবিদ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য রাজিবুল হাসান,বিশেষ অতিথি, জাতীয় পরিষদ সদস্য শামীম আহমেদ , ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য জানে আলম জানু।
এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা ছাবিত আলী।এসময় কর্মসূচি সভার আয়োজন কালে স্থানীয় এলাকার সর্বস্তরের শত শত জনগণ উপস্থিত ছিলেন।