নিজস্ব প্রতিবেদক◊◊
রাজধানীর বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন নামে এক স্বর্ণ ব্যবসায়ী’কে গুলি করে তাঁর কাছে থাকা ২০০ ভরি সোনা এবং নগদ এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি-ব্লক ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
এতে দেখা যায়, তিনটি মোটরসাইকেলে করে একদল দৃর্বৃত্ত রাস্তায় আক্রমণ করে ব্যবসায়ী’কে গুলি করে সোনা নিয়ে পালিয়ে যায়।
একাধিক সূত্রে জানা যায়, ব্যবসায়ী আনোয়ার হোসেনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়েছে। এ সময় তাঁর পায়ে এবং পিঠে ধারাল অস্ত্র দিয়ে বেশ কয়েকটি আঘাত করা হয়েছে।
ঢামেকে আহত অবস্থায় আনোয়ার হোসেন বলেন, ‘অলংকার নামে আমার জুয়েলারি দোকান আছে।
রাতে দোকান বন্ধ করে দুই’শ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা নিয়ে বাসার গেটে আসি। এ সময় তিনটি মোটরসাইকেলে প্রায় সাতজন আমার কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিতে গেলে আমাকে লক্ষ্য করে গুলি করে। পরে আমার সঙ্গে থাকা স্বর্ণ ও টাকা নিয়ে পালিয়ে যায়।’
ঢামেক সূত্র জানিয়েছেন, ব্যবসায়ী আনোয়ার বেঁচে আছেন। তাঁকে লক্ষ্য করে ৬ রাউন্ড গুলি এবং পায়ে ও পিঠে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন, অবস্থা শঙ্কামুক্ত।
এ বিষয়ে ঘটনাস্থল থেকে রামপুরা থানা-পুলিশের পরিদর্শক তদন্ত আতাউর রহমান বলেন, ‘একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেটা দেখে কিছুটা ধারণা করা যাচ্ছে।
তা ছাড়া সিসিটিভি ফুটেজেও পাওয়া যাবে। আশা করি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পারব।