নিজস্ব প্রতিবেদক:
রবিবার দুপুরে লকডাউনের প্রতিবাদে রাজধানীর নিউমার্কেট এলাকায় রাস্তা অবরোধ করেন ব্যবসায়ীরা। দাবি জানান, মার্কেট খোলা রাখার।
সে সময় প্লেকার্ড হাতে ব্যবসায়ীরা স্লোগান দিতে থাকেন। এতে এলাকাটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়; বিপাকে পড়েন সাধারণ মানুষ।
এছাড়াও মিরপুর, পান্থপথসহ রাজধানীর বিভিন্ন এলাকায় লকডাউন বিরোধী মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। অবিলম্বে লকডাউন প্রত্যাহারের দাবি জানান তারা।
বিকল্প হিসেবে লকডাউনের মধ্যে দিনের বেলা একটি নির্দিষ্ট সময় দোকান খোলা রাখার অনুমতি দেয়ারও আহ্বান জানান ব্যবসায়ীরা।