অনলাইন ডেস্ক:
রাজধানীর কামরাঙ্গীরচরের ঝাউচর এলাকায় কিশোর দুই গ্রুপের মারামারিতে অপু (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় সিহাব (১৭) ও শামীম (১৬) নামে আরও দুইজন আহত হয়েছে।আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঝাউচড় সেভেনের খেলার মাঠে এই ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত হলে গুরুতর অবস্থায় অপুকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদশর্ক) বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অপুর দুই বন্ধু শাহাদত ও আলআমিনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বক্সে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কামরাঙ্গীরচরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, ক্রিকেট খেলা নিয়ে কিশোরদের মধ্যে একটা মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে।