প্রকাশ সরকার সুমন :
রাজধানীতে ট্রাফিক পুলিশের ক্রিকেট টুর্নামেন্ট ও পূরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ট্রাফিক লালবাগ বিভাগের আয়োজনে শনিবার সকালে রাজধানীর বকশী বাজার ফজলে রাব্বি হল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিজয়ী হিসেবে শিরোপা অর্জন করেন ট্রাফিক ফুলবাড়িয়া জোনের খেলোয়াররা। রানার আপ হয় লালবাগ জোন এবং তৃতীয় ডিসি অফিস জোন ও চতুর্থ স্থান অধিকার করে কোতয়ালী ট্রাফিক জোনের খেলোয়ারগন। ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়ারদের হাতে পূরস্কার তুলে দেন ট্রাফিক লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মেহেদী হাসান। এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার সাইদুল ইসলাম (বিপিএম,পিপিএম), ট্রাফিক কোতয়ালী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার বিমান কুমার দাস, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক হাসানুর রহমান, ট্রাফিক কোতয়ালী জোনের ইন্সপেক্টর মঞ্জুরুল আলম। সার্জেন্ট দীন ইসলাম মোল্লার পরিচালনায় টুর্নামেন্টে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডিএমপি”র ট্রাফিক বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও খেলোয়ারবৃন্দ।