রত্মগর্ভা মা পদক-২০২৩ পেলেন মুর্শিদা গনি। তাঁর তিন সন্তানকে চিকিৎসক ও স্মার্ট বাংলাদেশের যুগোপযোগী হিসেবে গড়ে তোলার স্বীকৃতি হিসেবে এ পদক প্রদান করা হয়েছে।
বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির উদ্যোগে (১৪ মে) রোববার বিকেলে ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাকে এই পদক প্রদান করা হয়।
তাঁর অনুপস্থিতিতে তাঁর বড় ছেলে ডা. মোঃ মিজানুর রহমান অনুষ্ঠানের প্রধান অতিথি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম এর হাত থেকে এই পদক গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম শরিফুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হামিদা খানম, সোসাইটি ফর হেল্থ প্রমোশন লিংকস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. হালিমা হানুম আক্তার ও গ্রামীণ ব্যাংকের সাবেক ডিজিএম খবির উদ্দিন।
উল্লেখ্য যে, বিশিষ্ট সংগঠক, শিক্ষক ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর স্ত্রী মুর্শিদা গনি। গাজীপুর জেলার শ্রীপুরের টেপিরবাড়ীর গ্রামের মোঃ আব্দুল জলিল মোড়ল ও আমেনা খাতুনের সন্তান মুর্শিদা গনি।
রত্মগর্ভা মা মুর্শিদা গনি তিন সন্তানের সবাইকে উচ্চ শিক্ষিত ও প্রতিষ্ঠিত করে গড়ে তুলেছেন। তাঁর প্রথম সন্তান ডাঃ শরীফা সুলতানা ঢাকার গুলশানস্থ ইউনাইটেড হাসপাতালে জরুরী বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে কর্মরত। দ্বিতীয় সন্তান ডাঃ মোঃ মিজানুর রহমান ইউনাইটেড হাসপাতালে সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে দায়িত্বপালন করছেন। তৃতীয় সন্তান ডাঃ মোঃ মাহফুজুর রহমান বরিশাল মোয়াজ্জেম হোসেন হলি ফ্যামিলি হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।
মুর্শিদা গনি নিজের সন্তানদের লেখা-পড়া শিখিয়ে গড়ে তুলবেন এবং তারা দেশ-জাতির জন্য অবদান রাখবেন সংসার জীবনে এটা ছিল তাঁর স্বপ্ন। আজকে তাঁর স্বপ্ন বাস্তবায়ন হওয়ার পথে। তিনি সন্তানদের পেশাগত মানোন্নয়ন, উচ্চ শিক্ষা ও সর্বোচ্চ সফলতার জন্যে সকলের কাছে দোয়া চেয়েছেন।