ডেমরা প্রতিনিধি◊
রাজধানীর যাত্রাবাড়ি ও ডেমরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম শুভ জন্মদিন পালন করা হয়েছে। শহীদ সুলতানা কামাল স্মৃতি সংসদ এর আয়োজনে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা নোমান মৃধার সার্বিক ব্যবস্থাপনায় বুধবার রাতে রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন মৃধাবাড়ি এলাকায় কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরীফুল ইসলাম শরীফ। ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু নঈম খন্দকার, মাতুয়াইল ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান মৃধা মুকুল, শ্যামপুর দনিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক শনিভূষন দত্ত, মাতুয়াইল ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক হারুন অর রশিদ, সাবেক যুগ্ন আহবায়ক খান মোহাম্মদ তাইফুদ্দিন জাহান টিপু, ডেমরা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব শহীদুল ইসলামের আয়োজনে। ডিএসসিসি’র ৬৮ নম্বর ওয়ার্ডের মা মেমোরিয়াল মডেল একাডেমী স্কুল প্রাঙ্গনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদান প্রদান করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফএম শরিফুল ইসলাম শরীফ, ডিএসসিসির ৬৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন, ৭০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো: আতিকুর রহমান আতিক, সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
এ সময় উপস্থিত ছিলেন, সারুলিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি দুলাল খাঁন, যুবলীগ নেতা কাজী খলিলুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দরা।
এ অনুষ্ঠানে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার পাশাপাশি মেধাবী ও গরীব শিক্ষার্থীদের মাঝে অনুদান তুলে দেওয়া হয়।