স্টাফ রিপোর্টার♦♦
রাজধানীর যাত্রাবাড়ী কোনাপাড়া পাড়ার ধার্মিকপাড়ার এলাকার একটি কক্ষ থেকে কিশোরীসহ দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে কিশোরীর বয়স (১৪) ও যুবকের বয়স (২৬)।
শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে যাত্রাবাড়ী ধার্মিকপাড়া মিনি কক্সবাজার নামে পরিচিত একটি কক্ষ থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যাত্রাবাড়ী কোনাপাড়া এলাকার একটি কক্ষ থেকে ওই দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে এক কিশোরী ও এক যুবক। ঘটনাস্থল থেকে বিয়ারের ক্যান জব্দ করা হয়েছে। এই ঘটনায় আরো একজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
ওসি আরো জানান, মৃত দু’জনের পরিচয় পাওয়া যায়নি। তাঁদের পরিচয় ও মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, গতকাল রাত থেকে আজ ভোরের মধ্যে যে কোনো সময় তাদের মৃত্যু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।