নিজস্ব প্রতিবেদক:
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে যশোরে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গতকাল (৩১ মার্চ) বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় যশোর জেলা সদর উপজেলা রামনগর ইউনিয়নের সিরাজ সিংগা আশ্রয়ণ প্রকল্পের ২৫ টি পরিবারের মাঝে দেশরত্ন শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী ও শিশুদের মাঝে শিশু খাদ্য বিতরণ করেছেন।
খাদ্য সামগ্রী বিতরণ দায়িত্বক্রমে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক জননেতা আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
এসময় সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আপনাদের সাথে আছে, আপনারা মাননীয় নেত্রীর জন্য দোয়া করবেন। জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কার প্রার্থীর পক্ষে থাকবেন।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, আপনারা শিশুদের পড়ালেখার প্রতি মনোযোগী হবেন। শিশুদের স্কুলে পাঠাবেন। বাল্য বিবাহ রোধে এগিয়ে আসবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাতীয় পরিষদ সদস্য তাওহীদুর রহমান, যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী মিলন, সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবির প্রমুখ।