মৌলভীবাজার প্রতিনিধিঃ
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি বেলাল তালুকদার, দৈনিক খবরপত্রের জেলা প্রতিনিধি শ.ই সরকার জবলু, দৈনিক বিজনেস বাংলাদেশের জেলা প্রতিনিধি ও জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন রহমান বাপ্পীর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দাখিলের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখা।
বৃহস্পতিবার (১৫ই অক্টোবর) সকাল ১১টায় মৌলভীবাজার চৌমোহনা চত্বরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার শাখার নির্বাহী সদস্য ও শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুজার বাবলার সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মোনায়েম খান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক খবরপত্রের জেলা প্রতিনিধি শ. ই সরকার জবলু, মানবকণ্ঠের জেলা প্রতিনিধি বেলাল তালুকদার, বিএমএসএফ মৌলভীবাজার শাখার সহসভাপতি সুধাংশু শেখর হালদার, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম রাজ, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন, যুগ্ম সম্পাদক এম এ কাইয়ুম সুলতান, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ এর জেলা প্রতিনিধি হুমায়ুন রহমান বাপ্পি, দৈনিক খবর প্রতিনিধি মামুনুর রহমান চৌধুরী মসু,নির্বাহী সদস্য এনামুল আলম, প্রচার সম্পাদক নাজমুল বারী সুহেল, সহ দপ্তর সম্পাদক সাব্বির আহমদ, শিশু বিষয়ক সম্পাদক মীর রোমানা আক্তার, জসিম উদ্দিন, রুবেল আহমদ প্রমুখ।
প্রতিবাদ সভায় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী মৌলভীবাজার জেলা সংগঠক কমরেড সুদিপ্ত চক্রবর্তী। এশিয়া ছিন্নমুল মানবাধিকার সংগঠন মৌলভীবাজার জেলা শাখার পরিচালক শেখ রুমি বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি তাজুদুর রহমান,সাংগঠনিক সম্পাদক রুমান আহমদ, উপ প্রচার সম্পাদক সোহেল আহমেদ, আইসিটি বিষয়ক সম্পাদক এমরান খান, সুলতানুল ইসলাম, আবুল কাশেম প্রমুখ।
বক্তারা বলেন বিএমএসএফ এর ১৪ দফা বাস্তবায়ন হলে সাংবাদিক হয়রানি কমে যাবে। প্রবাসী নাজমিন বেগমের আবেদনের সুষ্ঠ তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিলম্ব হলে প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। তাই মিথ্যা অভিযোগ কারী আব্দুল্লাহ আল নোমান সহ চক্রান্ত কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানান।