ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর ঘোড়াঘাটে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন গুরুতর আহত হয়েছে।
রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে পৌরসভার নিতাইশাহ মোড় কারিগরি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
এতে মোটরসাইকেল চালকের মাথায় আঘাত সহ ১টি হাত ভেঙ্গে যায় ও মোটরসাইকেলটি সামনের অংশ দুমরে-মুচরে যায়। অপরদিকে ট্রলির হেলপার রাকিব হাসানের ডান হাতের ১টি আঙ্গুল শরির থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও ১টি আঙ্গুল হাতের সাথে ঝুলে আছে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
গুরুতর আহত ব্যক্তিরা হলেন, পৌরসভার ৮নং ওয়ার্ড এর পূর্ব চকবামুনিয়া বিশ্বনাথপুর গ্রামের আরিফুজ্জামান রানার ছেলে মিম মোহাম্মদ সাইফুল ইবনে আরিফ (২৪) এবং গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল পাড়ার মেহেদুল মিয়ার ছেলে রাকিব হাসান (১৯)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডিউটিতে থাকা মেডিকেল অফিসার পার্থ জ্বীময় সরকার জানান, মিম নামের ছেলেটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে রেপাট করা হয়েছে। অপরদিকে ট্রলির হেলপার রাকিব হাসানের অবস্থাও আশঙ্কাজনক মনে হওয়ায়, আমরা তাকেও রেপাট করেছি। তার পরিবারের লোকজন আসলেই আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাবে বলে জানা গেছে।