অনলাইন ডেস্ক◊◊
বরিশাল-৪ তথা মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজীরহাটে ঈদ উপহার প্রদান করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ।
গত ২৩ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ঈদ উপহার হিসেবে শাড়ি-লুঙ্গী-পাঞ্জাবী অত্র এলাকার বঞ্চিত মানুষদের কাছে পৌঁছে দেন নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদী।
এসময় তাঁর সাথে ছিলেন, নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, বরিশাল মহানগর এনডিবির সভাপতি ফরহাদ ফুয়াদ, কেন্দ্রীয় সদস্য রাকিব শাওন প্রমুখ।
এসময় মোমিন মেহেদী গণমাধ্যমকে বলেন, নতুনধারার রাজনীতি কতাকথিত কোন রাজনীতি করছে না, তাদের রাজনীতি ক্ষমতায় আসার বা থাকার জন্য বা ক্ষমতায় আসা বা থাকার অবলম্বন হওয়ার জন্যও নয়; তাদের রাজনীতি গণকল্যাণের জন্য। আর তাই কাউকে ক্ষমতা থেকে নামানোর কথা আমরা যেমন বলি না, তেমন কাউকে ক্ষমতায় আনার কথাও বলি না। আমরা জনগণের কথা বলি-সমস্যা সমাধানের কথা বলি। আপনাদের জন্য নিবেদিত থাকি-আছি-থাকবো।
Tags: মেহেন্দিগঞ্জ