অনলাইন ডেস্ক:
এবার অদম্য শিক্ষার্থী তামান্না আক্তার নূরার পাশে দাঁড়িয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। গতকাল শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে যশোর জেলা ছাত্রলীগের সকল ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তামান্নার বাড়ি ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলীপুর গিয়ে তাকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা।
এ সময় তামান্নাকে বঙ্গবন্ধুর জীবনীর ওপর দুটি বই উপহার দেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। একই সঙ্গে তামান্নার পড়াশোনা এবং তার স্বপ্ন বাস্তবায়নে ছাত্রলীগ সব সময় পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন তারা। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি-সম্পাদককে তামান্নার পাশে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তামান্নার মা-বাবা। তারা বলেন, শুধু তামান্নাকে নয়, সমাজের সব প্রতিবন্ধীর পাশে থাকবে ছাত্রলীগ- এমনটাই প্রত্যাশা করি।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ছাত্রলীগ দেশ, অধিকার ও শিক্ষার্থীদের নিয়ে সংগ্রাম করে থাকে। তারই ধারাবাহিকতায় আমরা সুদূর ঢাকা থেকে আমাদের ছোট বোন তামান্নার সঙ্গে দেখা করতে এসেছি। তামান্না সংগ্রাম করে তার যে শিক্ষাজীবন অতিবাহিত করছে, তার পাশে আমরা ছাত্রলীগ পরিবার আছি। তার পড়ালেখার জীবনে যদি কোনো জায়গায় কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, তাহলে ছাত্রলীগ তার পাশে থেকে সমাধান করবে। তার উচ্চশিক্ষার জন্য সর্বোচ্চ সহযোগিতা ছাত্রলীগ করবে।
ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, তামান্না খুবই মেধাবী একজন শিক্ষার্থী। ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ইচ্ছা আছে তার। সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া বা পরীক্ষার জন্য যে সার্পোট লাগে তার ব্যবস্থা আমরা করব। ভর্তি পরীক্ষার জন্য অন্য সবার চেয়ে তার প্রস্তুতি যেন কোনো অংশে কম না হয়, তার সকল ব্যবস্থা আমরা করব। যদি তার পরিবার চায়, তাহলে আমরা তাকে ঢাকায় ভালো শিক্ষক দিয়ে লেখাপড়ার সুযোগ সৃষ্টি করে দেব এবং তার পরিবারের ঢাকায় থাকার যাবতীয় ব্যবস্থা করব। আমি চাই, তার যে প্রতিভাগুলো আছে তা যেন সঠিকভাবে বিকশিত হয়। তামান্নার কাছ থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের সকল শিক্ষার্থী যেন তাদের মেধার বিকাশ ঘটাতে পারে।
ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগর সভাপতি এহাসানুল হাবীব শিপলু বলেন, তামান্নার পড়াশোনার সকল দায়িত্ব নিয়েছে ছাত্রলীগ। তার পড়াশোনার জন্য যাবতীয় উপকরণ ছাত্রলীগ দিয়ে যাবে। শুধু তামান্না না, তার ছোট দুই ভাই-বোনেরও পড়াশোনার দেখভাল করার জন্য যশোর জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় সভাপতি-সম্পাদক।
তামান্নার মা খাদিজা পারভীন শিল্পী বলেন, সেই ঢাকা থেকে তামান্নাকে শুভেচ্ছা জানাতে নেতাকর্মীরা এসেছেন। তামান্নাকে কাছে পেয়ে তারা মিষ্টিমুখ করান। তামান্নাও তাদের পেয়ে অনেক খুশি। তামান্নাকে তারা অনুপ্রেরণা যুগাতে অনেক নির্দেশনা দিয়েছেন। পড়াশোনার দায়িত্ব নিয়েছেন। তামান্নার যারা খোঁজখবর নিয়েছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে তামান্নার জন্য সকলের কাছে দোয়া চাই।