রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে গত (২৭ জুন) রবিবার বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে যমুনা ব্যাংক লিমিটেডের মুড়াপাড়া শাখা এ কর্মসূচীর আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, যমুনা ব্যাংকের মুড়াপাড়া শাখার ব্যবস্থাপক মোঃ এমদাদুল হক রাব্বানী।
সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ বাবু সুকুমার দাস, শিক্ষক আবু জাফর মোঃ ছালেহ্, মোঃ আলামিন, মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের ভিপি সাইফুল ইসলাম তুহিন, জি এস সজিব, এ জি এস আশিকুর রহমান আশিক ও ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।
পরে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করে কর্মসূচীর উদ্বোধন করা হয়।