সামাজিক যোগাযোগ মাধ্যম Facebook এ মহানবী হযরত মুহাম্মদ (স:) কে নিয়ে কটুক্তি ও কুরুচিপূর্ন অশালীন ভাষা ব্যবহার করে স্টাটাস দেওয়ায় হিন্দু ধর্মালম্বী যুবক কে আটক করেছে সিংগাইর থানা পুলিশ ।
রোববার (৩ মে) ১২ টার দিকে তাকে নিজ এলাকা হতে আটক করা হয় ।
আটককৃত রনি চন্দ্র মনি দাস (২৫) সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দননগর গ্রামের বাসিন্দা এবং মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের শিক্ষার্থী ।
জানা যায়, গত ২৪ এপ্রিল সকাল ৬ টা ৩৫ মিনিটে রনি চন্দ্র মনি সাহা তার Facebook আইডি Roni Sattyarthi থেকে এমন স্টাটাস প্রদান করেন।
পোস্টটি প্রচার হওয়ার পর স্থানীয় মুসলিম সচেতন যুবকদের নজড়ে আসলে পোস্টকারী রনি কে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যামে জোর দাবি জানানো শুরু হয় ।
পোস্টকারীর বিচার বাদীতে সমগ্র সিংগাইরের ধর্মপ্রাণ মুসলমানরা ঐক্যবদ্ধ অবস্থান ঘোষণা করেন ।
আবার অনেকে আটককৃত রনি কে হিন্দুদের ধর্মীয় প্রভাব বিস্তারের লক্ষ্যে গড়া সংগঠন ইস্কনের সদস্য বলেও Facebook মন্তব্য করছেন ।
সিংগাইর থানার অফিসার ইনচার, সিংগাইর থানার Facebook পেজের মাধ্যামে জানান, অত্র মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন জার্মিত্তা ইউনিয়নের চন্দনপুর গ্রামের জনৈক রনি চন্দ্র মনি দাস(২৩) তার ফেসবুক আইডি হতে প্রিয় নবীজী হযরত মোহাম্মদ (সঃ) সম্পর্কে কুরুচীপূর্ণ মন্তব্য করায় তাকে দ্রুত সিংগাইর থানা পুলিশ গ্রেফতার করিয়া আইনের আওতায় আনা হয়েছে। তার ন্যায় বিচার নিশ্চিত করা হবে।
উক্ত ঘটনার বিষয়ে আর কেহ যাহাতে কোন উস্কানীমূলক মন্তব্য বা বক্তব্য প্রদান না করে তার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।