নিজস্ব প্রতিবেদক◊◊
‘গ্রামীণ স্বাস্থ্য, জাতির সমৃদ্ধি’—এই স্লোগানকে ধারণ করে মুন্সিগঞ্জের শ্রীনগরে অনুষ্ঠিত হলো ‘জনস্বাস্থ্য মেলা’। পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশ, রোটারি ক্লাব অব বিক্রমপুর ও স্মার্ট হেলথ কেয়ার অ্যান্ড রিসার্চ লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলায় প্রায় ৪০০ জন রোগী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়েছেন।
গতকাল (১০ এপ্রিল) বৃহস্পতিবার সকাল থেকে কামারগাঁও আইডিয়াল স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এই জনস্বাস্থ্য মেলার আয়োজন করা হয়। শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ পর্যন্ত প্রায় ৪০০ জন পেয়েছেন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও ফ্রি মেডিকেল চেক-আপ। একই সঙ্গে বিনামূল্যে বিতরণ করা হয় প্রয়োজনীয় ওষুধ।
মেলায় উপস্থিত ছিল আলাদা চোঁখ ও দাঁতের বিশেষজ্ঞ চিকিৎসক। শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি ছাত্রীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যবিষয়ক পরামর্শও দেওয়া হয়।
এছাড়াও পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে উৎসাহিত করা এবং পরিবেশ সচেতনতা তৈরির উদ্দেশ্যে বিশেষ সেশন পরিচালিত হয়।
মেলায় অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে ছিল প্রভা অরোরা, বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটি, রিফিউজি ক্রাইসিস ফাউন্ডেশন, রিসার্চ অ্যান্ড ইমপ্লিমেন্টেশন সায়েন্স ফর নলেজ (রিস্ক), বিএসএমএমইউ ও মার্কস মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তাঁদের আন্তরিক সেবা ও উৎসাহী অংশগ্রহণে সন্তুষ্টি প্রকাশ করেছেন রোগীরা।
রোটারেক্ট ক্লাব অব বিক্রমপুরের সদস্যরা সেচ্ছাসেবক হিসেবে কার্যক্রমে যুক্ত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং স্বাস্থ্য সংস্থার কমিশনের সদস্য প্রফেসর ড. মোজাহেরুল হক।
প্রতিবছরই রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ এ ধরনের স্বাস্থ্যসেবা মেলার আয়োজন করে। তবে এবারের আয়োজনে অন্যান্য সংগঠন স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হওয়ায় আয়োজনটি আরও ব্যাপকতা পায়।