নিজস্ব প্রতিবেদক:
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে তন্ময় আহমেদের গবেষণা ও সমন্বয়ে, সোহেল মোহাম্মদ রানার পরিচালনায় বঙ্গবন্ধু’র জীবনের গল্প অবলম্বনে নির্মিত প্রথম বাংলাদেশি অ্যানিমেশন চলচ্চিত্রের শুভমুক্তির অনুষ্ঠান আজ ২৮ সেপ্টেম্বর ২০২১ তারিখ বিকাল ৪ টায় ঢাকার বসুন্ধরা সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়। অ্যানিমেশন চলচ্চিত্রের শুভমুক্তি অনুষ্ঠানের পর সন্ধ্যা ৬ টায় বসুন্ধরা সিনেপ্লেক্সে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। এসময় আমন্ত্রিত অতিথিদের দেশরত্ন শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর প্রকাশিত ডায়েরি প্রদান করেন। অনুষ্ঠানে মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব হাসান মাহমুদ এমপি, মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক এমপি, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
[মূল রচনাঃ শেখ মুজিব আমার পিতা, কাহিনিঃ শেখ হাসিনা]