এ সভায় বিগত ১৭-১২-২০২২ অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের কার্যবিবরণী, সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন, অর্থ সম্পাদক কর্তৃক পেশকৃত ২০২২-২০২৩ এবং ২০২৩-২০২৪ অর্থ বৎসরের আয়-ব্যয় নিরীক্ষা হিসাব উপস্থিত সমিতির সকল সদস্যের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
উপরোক্ত সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠানে সমিতির গঠনতন্ত্রের উপ-বিধির ৮(ঘ) ধারা অনুযায়ী, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব মিজানুর রহমান-কে আহবায়ক করে সমিতির সদস্যগণের মধ্য হতে ৭ সদস্য বিশিষ্ট বিষয় নির্বাচন কমিটি গঠিত হয়।
এ বিষয় নির্বাচনী কমিটি সমিতির সদস্যদের মধ্য হতে ১৫ সদস্য বিশিষ্ট ২০২৫-২০২৬ মেয়াদের জন্য একটি নতুন কার্যনির্বাহী পরিষদের নাম প্রস্তাব করলে তা সাধারণ সভায় উপস্থিত সকল সদস্য কর্তৃক সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সমিতির নবগঠিত কার্যনির্বাহী পরিষদ (২০২৫ এবং ২০২৬) এর নেতৃবৃন্দ হলেন-সভাপতি জনাব এ.টি. আহমেদুল হক চৌধুরী, সহ-সভাপতি (১) জনাব মোঃ শাহজাহান মিয়া, সহ-সভাপতি (২) জনাব মাহবুব-উল-আলম খাঁন, সাধারণ সম্পাদক জনাব মোঃ মোর্শেদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী এ.টি.এম. খালেদুজ্জামান, অর্থ সম্পাদক (১) জনাব মোহাম্মদ আজহারুল হক, অর্থ সম্পাদক (২) জনাব রায়হান উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক জনাব সাইফুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক জনাব মোঃ আবদুল্লাহ-আল-মামুন, প্রচার সম্পাদক জনাব মফিকুল ইসলাম চৌধুরী, সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদিকা বেগম নাজমা আরেফিন, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জনাব আনসার আলী খান, সদস্য (১) জনাব মোঃ আশিকুল হক চৌধুরী, সদস্য (২) জনাব মোঃ আবদুল হাই ও সদস্য (৩) অধ্যাপক ড. আরিফুর রহমান।