নিজস্ব প্রতিবেদকঃ
রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পেয়েছেন আলীপুর ইউনিয়নের সভাপতি বজলুর রশিদ মিলন। চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় প্রতীক (নৌকা) মনোনয়ন দেওয়া হয়। এমন ঘোষণা শোনার পর দলীয় নেতা কর্মীরা অভিনন্দন জানান। বজলুর রশিদ মিলন প্রতিক্রিয়ায় বলেন, সব মানুষের আন্তরিক ভালোবাসা ও দোয়ায় প্রিয় নেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আগামী আগামী ২৬ ডিসেম্বর নির্বাচনে সবার ভালোবাসা নিয়ে নির্বাচিত হব বলে আশাবাদী। দলীয় প্রতীক পাওয়ায় আমার প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আন্তরিক অভিনন্দন জানাই। আওয়ামী লীগ নেতা মিলন ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতিতে ও সক্রিয় ছিলেন। ছাত্র জীবনে এরশাদের স্বৈরশাসনের সময় ছাত্রলীগ নেতা ছিলেন। এছাড়াও তিনি জেলা মুক্তিযোদ্ধাদের সন্তান সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এদিকে, আলীপুরের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান বজলুর রশিদ মিলন নৌকা প্রতীক পাওয়ায় খুশির জোয়ার বইছে দলীয় নেতাকর্মীদের মাঝে।বজলুর রশিদ মিলন আজীবন মানুষের কল্যানে কাজ করে গেছেন। তারা বলছেন, উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আর, সাধারণ এলাকাবাসীর প্রত্যাশা, মিলনের হাত ধরেই সুবিধাবঞ্চিত আলীপুরে ছড়িয়ে যাবে শেখ হাসিনা সরকারের উন্নয়ন এবং অগ্রযাত্রা।