আব্দুল হালিম নিশাণ ও প্রকাশ সরকার সুমন : মিরপুরে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক ও সেবামূলক সংগঠন নিজের বলার মত একটা ‘গল্প ফাউন্ডেশন,।
সংগঠনের মিরপুর মডেল জোনের আয়োজনে আজ (৪ ফেব্রুয়ারি) শুক্রবার বিকেলে আদর্শ বিদ্যা নিকেতন স্কুলের হল রুমে তিন শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
এবিষয়ে ফাউন্ডেশনের মিরপুর মডেল জোনের এম্বাসেডর মো: মেজবাহ উদ্দিন বলেন,নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের নাম উচ্চারন করলে সর্ব প্রথমে স্মরন করতে হয় ইকবাল বাহার জাহিদ স্যারকে।
তিনি ২০১৮ সালের ১লা জানুয়ারী মাত্র ১৬৪ জন তরুণদের নিয়ে এ সংগঠনের সেবা কার্যক্রম শুরু করেছিলেন। বর্তমানে বাংলাদেশের ৬৪ জেলা সহ বিশ্বের ৫০টি দেশে পাঁচ লক্ষ চৌয়াল্লিশ হাজার চারশত চৌত্রিশ জন সদস্য এ সংগঠনের মাধ্যমে সেবামূলক কার্যক্রম পরিচালনার করে অসহায় দরিদ্র মানুষদের নানাভাবে সেবা প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারেও বিভিন্ন ধাপে শীতার্তদের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছি।
এছাড়াও অনলাইনের মাধ্যমে সদস্যদের প্রশিক্ষন দেয়া হচ্ছে। ইতিমধ্যে ১৬তম ব্যাচ শেষ করে ১৭তম ব্যাচ চলমান রয়েছে। ৯০ দিনব্যাপী উদ্দোক্তা তৈরী ও মূল্যবোধ চর্চায় প্রশিক্ষন দেয়া হচ্ছে।
এসময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের মডারেটর জাহাঙ্গীর খাঁন, মিরপুর মডেল জোনের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ যথাক্রমে হামিদা রহমান, মাজেদুল হাসান, জেসমিন জুই, নিরব আহমেদ, সাথী আক্তার,সোহেল রানা, নজরুল ইসলাম, ডা. ফাহমিদা, ফাতেমা আক্তার,সাথী আই আর প্রমূখ।