অনলাইন ডেস্ক♦♦
মিয়ানমার সীমান্তের বিষয়ে এখনই কঠোর হওয়ার আহবান জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ।
গতকাল (৫ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘মিয়ানমার সীমান্ত উত্তেজনারোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় নতুনধারার নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।
এসময় সভাপতির বক্তব্যে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, ভুলে গেলে চলবে না, ২০১৫ সালে নায়েক-সুবেদার রাজ্জাকের নাক কামড়ে দিয়েছিলো, সেই বছর সাধারণ মানুষদেরকেও হত্যার শিকার করেছিলো, ২০১৭ সালে এসে মিয়ানমার বাংলাদেশের সীমান্ত থেকে নায়েক সুবেদার মিজানুর রহমানকে হত্যা করেছিলো।
সভায় বক্তব্য রাখেন, নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার রেজাউল করিম, সিনিয়র শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, হাওয়া বেগম, মিজানুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা আরো বলেন, বাংলাদেশকে মিয়ানমার সরকার যখনযা খুশি, তখন তা ভেবে একের পর এক বিভিন্ন ধরণের সিদ্ধান্ত নিচ্ছে-হামলা করছে-তাদের নাগরিকদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এমন সকল হটকারী সিদ্ধান্ত রুখতে এখনই বাংলাদেশকে কঠোর সিদ্ধান্তের পথে হাঁটতে হবে। তা না হলে ক্ষতিগ্রস্থ হবে বাংলাদেশের স্বার্বভৌমত্ব এবং অর্থনীতি। যা কোভাবেই প্রত্যাশিত নয়।