পাবনা প্রতিনিধিঃ
আনন্দের জোয়ারে ভাসছে চৌবাড়ীয়া মাষ্টার পাড়া। পাবনার ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়ীয়া মাষ্টার পাড়া মহল্লার ব্রাজিল ভক্তদের মাঝে বিরাজ করছে বিশ্বকাপের আমেজ। বিশ্বকাপ বাছাইয়ে আজ ভোরে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিলো ব্রাজিল। যে ম্যাচের দিকে তাকিয়েছিল পুরো বিশ্বের ব্রাজিল ভক্ত এবং চৌবাড়ীয়া মাষ্টারপাড়া ব্রাজিল সমর্থক গোষ্ঠী। ভোর থেকেই খেলা শুরুর পূর্ব মুহূর্তে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় চৌবাড়ীয়া মাষ্টার পাড়া ব্রাজিল সমর্থক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি শেখ সাখাওয়াত হোসেনের বাসার সামনের ফাকা যায়গা। ছোট, বড়, বৃদ্ধ সকল শ্রেণী পেশার মানুষ খেলাটি উপভোগ করেন। আজকের ম্যাচটি অন্যতম গুরুত্ব পেয়েছিলো যে কারণে, এ ম্যাচ জিতলেই দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপে যায়গা করে নিবে ব্রাজিল। চৌবাড়ীয়া মাষ্টারপাড়া ব্রাজিল সমর্থক গোষ্ঠীর সভাপতি ও জয় গুরু উপাধি পাওয়া মাষ্টার সেলিম সরকার বলেন, আজকের এই ম্যাচটি দেখার জন্য ছোট-বড় সবাইকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম। গতকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আমার সঙ্গে খেলা দেখবে বলে জানিয়েছিলো তারই ধারাবাহিকতায় আজ ভোর থেকেই চৌবাড়ীয়া মাষ্টার পাড়া ব্রাজিল সমর্থক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি শেখ সাখাওয়াত হোসেনের বাসার সামনে হাজির হয়ে সকলে একসাথে খেলা উপভোগ করি। বিরতির আগে গোলের দেখা না পাওয়ায় দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ বাড়ায় তিতের ব্রাজিল। অবশেষে ৭২তম মিনিটে এসে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে দলকে এগিয়ে নেন লুকাস পাকুয়েতা। মাঝ মাঠ থেকে মার্কিনিয়োসের ক্রস ধরে নেইমারের আলতো ছোঁয়ায় বল পেয়ে যায় পাকুয়েতা। দারুণ ফিনিংশে বল জালে জড়ান অলিম্পিক লিওনের এই ফরোয়ার্ড। এরপর আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে মাঠ ছাড়ে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।