শেখ সাখাওয়াত হোসেন,পাবনা:
পাবনার ভাঙ্গুড়া পৌরসভার কলেজ পাড়া মোড়ে সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যার কিছু পরে একটি কুকুর শীতে প্রসান্ত হেয়ার ড্রেসার সেলুনের পাশে কাতরাতচ্ছিলেন। সে সময় দোকানে কাজ করছিল প্রসান্ত কুমার। দোকান থেকে বের হয়ে দেখতে পান কুকরটি শীতে কাপছে। তখন আবার দোকানে ফিরে ঔ কাস্টমারের কাছ থেকে কিছু সময় নিয়ে কুকুরটির পাশে দাঁড়ান। কাছে গিয়ে দেখতে পান খুবই কষ্ট পাচ্ছে কুকুরটি। শীতে কাতরাতে দেখে থাকতে না পেরে সঙ্গে সঙ্গে কিছু গরম কাপড়ের ব্যবস্থা করেন প্রসান্ত। গরম কাপর দিয়ে কুকুরটির পুরো শরীর ঢেকে দেন। কিছুক্ষণ পরে সাহেব আলী স্টোর থেকে পাওয়া রুটি কিনে কুকুরটিকে আস্তে আস্তে করে উঠিয়ে পাওয়া রুটি খাওয়ান। প্রসান্ত কুমারের এমন কাজ দেখে উৎসুক জনতা ভীড় করেন এবং প্রসান্ত কুমারের এমন মহৎ কাজের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত সবাই। ঘটনার প্রথম থেকেই প্রসান্ত কুমারের এমন কাজ পর্যবেক্ষণ করেন আমির হোসেন সুমন নামের এক ব্যক্তি। তিনি জানান, আমি কলেজ পাড়া মোড় থেকে শরৎনগর বাজারের দিকে যাচ্ছিলাম তখন দেখতে পাই রাস্তার পাশে একটি কুকুর শীতে কাপছে। তখন সবার প্রথমে প্রসান্ত কুমার হেয়ার ড্রেসার সেলুনের স্বত্বাধিকারী শ্রী প্রশান্ত কুমার শীল এগিয়ে এসে কুকুরটির গরম কাপরের ব্যবস্থা ও রুটি খাইয়ে দেন। যেটি প্রসংশার দাবিদার বলে মনে করছি।