নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর মাধবদী পৌরসভার পৌর মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে আজ (২৩ অক্টোবর) শনিবার সকাল সাড়ে ১১ টায় পৌরসভা হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করেন মাধবদী পৌরসভার কাউন্সিলর বৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ও (প্যানেল মেয়র-২) মোঃ মনিরুজ্জামান মনির শাহ্। লিখিত বক্তব্যে তিনি বলেন মামলার বাদী মোঃ আনোয়ার হোসেন প্রতিহিংসাপরায়ণ হয়ে বর্তমান জনপ্রিয় মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক এর বিরুদ্ধে একটি মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেন। তিনি আরো জানান মেয়র কে বিতর্কিত করার উদ্দেশ্যে এ মামলা দায়ের করা হয়েছে। লিখিত বক্তব্যে আরও জানানো হয় যে গত ১৬ই জুন ২০২১ তারিখে বাদী নেতৃত্বে কিছু দুষ্কৃতিকারী পৌর ভবনে অবস্থানরত মেয়রের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক স্লোগান দিতে দিতে আক্রমণাত্মক ভঙ্গিতে পৌর ভবনের দিকে অগ্রসর হতে থাকে। তখন সাধারণ জনতা প্রতিরোধ গড়ে তোলে, প্রশাসনের বাধা ও জনতার প্রতিরোধের মুখে জাকারিয়া জনতার উদ্দেশ্যে অস্ত্র তাক করেন এবং গুলি ছোড়েন। এই ঘটনাটিকে কেন্দ্র করে বাদীপক্ষ ষড়যন্ত্রমূলক ও প্রতিহিংসামূলক ভাবে মেয়র এর উপর দোষ চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। সংবাদ সম্মেলন থেকে এই মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে এই মামলাটি প্রত্যাহারের জোর দাবি জানানো হয়। মাধবদী থানায় মামলা নং ১৫ তাং ১৮ জুন ২০২১ ইং। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাধবদী শহর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদসহ সকল । উক্ত সংবাদ সম্মেলনে আরে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর শেখ ফরিদ, ১নং ওয়ার্ড কাউন্সিলর পরিমল ঘোষ, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রাজিব আহাম্মেদ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির শাহ্, ৫নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর হায়দার আলী, ৮নং ওয়ার্ড কাউন্সিলর গৌতম ঘোষ, ৯নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন , ১১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নওশের ও সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলার পেয়ারা বেগম, ফরিদা ইয়াসমিন, ফাতেমা বেগম, মায়ারাণী দেবনাথ।উক্ত সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।