নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জামালপুর জেলা মাদারগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি- বার্ষিক সম্মেলন করা হয়। আজ ১৯ ফেব্রুয়ারি বেলা আড়াই ঘটিকার সময় বালিজুড়ী এসএম ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গনে এ সভার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আযম এমপি, তিনি বলেন বিএনপি এদেশে ভোট ডাকাতির নজির স্থাপন করেছে! জিয়াউর রহমান হ্যাঁ না ভোট করেছে, খালেদা জিয়া ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারী নির্বাচন করে জনগনের ভোটাধিকার হরণ করছে! মাগুরায় ভোট ডাকাতি করে দেশে বিদেশে ভোট ডাকাত হিসেবে চিহ্নিত হয়েছে! মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ এদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিয়েছেন!
অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ, তিনি বলেন বাংলাদেশের ৪ বারের সফল প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া জননেত্রী শেখ হাসিনা জনগনের সেবক! শাসক নয়! সেবার মধ্য দিয়ে তিনি জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। জনপ্রিয়তা দিয়েই আগামী নির্বাচনে বৈতরণী পার হবে।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা আফজালুর রহমান বাবু, তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিনত করতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন। সরকারের সফলতার জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি সকলের নিকট মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া চান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ এর কেন্দ্রীয় সহ সভাপতি মজিবুর রহমান স্বপন, মৎস ও প্রাণী সম্পদ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল, জামালপুর জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি জীবন কৃষ্ণ সাহা, সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুর রহমান বেলাল, জেলা আওয়ামী লীগ সদস্য মির্জা গোলাম কিবরিয়া, অধ্যক্ষ গোলাম রব্বানী, জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ তানভীর আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনি।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সহ সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাড. এবিএম নুরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট সহ জামালপুর জেলা ও মাদারগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী। সম্মেলন শেষে মাদারগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে সমীর কুমার পাল ও সাধারণ সম্পাদক পদে একেএম হযরত আলী হিলারির নাম ঘোষণা করা হয়।