সম্রাট আকবর:
আহমেদ রব্বানীর কথায় মুহিদুল হাসান মন এর সুর ও সংগীতে গানটি মন মিউজিক স্টুডিও ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে। অসাধারণ বাণী প্রধান এই গানটিতে মানবতাবাদ ফুটে উঠেছে। ধর্ম বর্ণের বেড়াজাল থেকে মুক্ত সমাজের আহবানে গানটি ইতোমধ্যে শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে।
এ প্রসঙ্গে শিল্পী মাজেদুর মানিক বলেন, এটি আমার গাওয়া অন্যতম শ্রেষ্ঠ একটি গান। গানটি গাইতে পেরে নিজেকে ধন্য মনে করছি। গানটি বাংলা সংগীত জগতে একটি মাইলফলক হিসেবে টিকে থাকবে বলে আমার বিশ্বাস।
গানটির সুরকার ও সংগীত পরিচালক মুহিদুল হাসান মন বলেন, জাতিধর্ম নিয়ে লেখা লালনের পরে এই গান কিছুটা হলেও জায়গা পাবে বলে মনে করি। গানটির গীতিকার আহমেদ রব্বানী গানটি লেখার প্রেক্ষাপট সম্পর্কে বলেন, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি দেখে বেশকিছুদিন মনটা ভীষণ খারাপ লাগছিল। হঠাৎ করে গানটির ভাবনা মাথায় এলে লিখে মন ভাইয়ের কাছে পাঠিয়ে দিই। মন ভাই সাথে সাথে চমৎকার একটি সুর করেন। এভাবেই গানটি তৈরি। মাজেদুর মানিক ভাইয়ের অসাধারণ গায়কীতে গানটি প্রাণ পেয়েছে। আশা করি গানটি একটি ইতিহাস হবে।