স্কুলের প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন, আমার অত্যন্ত ভালো লাগছে আমাদের একজন প্রাক্তন শিক্ষার্থী সারা বাংলাদেশে সবুজায়ন নিয়ে কাজ করছে। আমি মনে করি মহতি এই কাজের সাথে প্রত্যেকের যুক্ত হওয়া উচিত। প্রাক্তন শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এগিয়ে এলে সমাজ পরিবর্তন করা এবং পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরি করা সম্ভব। আগামীতে তার পথচলা আরও বেগবান হোক প্রত্যাশা করছি।
এ সময় উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন মাগুরা জেলা শাখার সদস্য সাবেক মেম্বার মোঃ আবুল কাশেম, সহকারি প্রধান শিক্ষক মোঃ নওযাবুল ইসলাম, সহকারী শিক্ষক মোসাম্মৎ রেহেনা পারভীন, কল্যাণী রানী সরকার, মাওলানা শারাফত করিম, মোঃ রবিউল ইসলাম, আরমিন নাহার, মহসিন আলী বিশ্বাস, আব্দুল আউয়াল মিয়া, আফরোজা আক্তার, মুক্তি বিশ্বাস, উৎপল কুমার রায়, গণেশ কুমার পাল, সঞ্জয় কুমার ঘোষ, সবুজ আন্দোলনের সদস্য ইভান সরদার ও উদ্যান বিভাগের শিক্ষার্থীবৃন্দ। বিরল প্রজাতির বেশ কিছু গাছের চারা রোপণ করা হয়।